আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায় ২০১৯ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ২০০ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে। গতকাল ঢাকার অফিসার্স ক্লাবে আয়োজিত এ বৃত্তি প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বৃত্তিপ্রাপ্তদের সনদপত্র দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। ব্যাংকের চেয়ারম্যান সেলিম রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক আব্দুস সামাদ লাবু, আব্দুল মালেক মোল্লা, হাফেজ মো. এনায়েত উল্লা, নিয়াজ আহমেদ, খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ প্রমুখ।