আফ্রিকাঃ মালি, নাইজার, আইভরিকোস্ট, নাইজেরিয়ার নাসারাওয়া স্টেটের লাবরাবাতে..
সৌদি আরবে নাকি চাঁদ দেখা যায়নি , তাই সোমবার উদযাপিত হবে ঈদ।
বাংলাদেশের মানুষ বিশ্বাস করে সৌদি আরবের একদিন পর এদেশে ঈদ। অতএব বাংলাদেশের মানুষ মঙ্গলবার ঈদ উদযাপন করবে ধরে নেয়া যায়।
আফগানিস্তানে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ ঈদ ঘোষণা করা হয়েছে সেখানে। অর্থাৎ ১ মে রবিবার সেখানে ঈদ। ব্যাপারটা আশ্চর্যের কারণ আরব দেশে ২ তারিখ ঈদ হবার কথা বলা হচ্ছিল অ্যাস্ট্রনমিকালি (আমেরিকা মহাদেশ ও অস্ট্রেলিয়াতেও ২ তারিখ)। আফগানিস্তানে ১ এপ্রিল সন্ধ্যায় রমজান মাস শুরু হয়েছিল। অবশ্য ২৯ রোজার পর নিয়মানুযায়ী আজ আরব দেশগুলোতে চাঁদ দেখা কমিটি কাজ করেছে। সৌদি আরবে চাঁদ দেখা না গেলেও, গিয়েছে আফগানিস্তানে (এবং সেই সাথে আফগান সংলগ্ন পাকিস্তানের ওয়াজিরিস্তানে, তাছাড়া আফ্রিকার কিছু অঞ্চলেও চন্দ্রদর্শনের বক্তব্য এসেছে)। তার মানে ১, ২ ও ৩ মে বিশ্বের নানা জায়গায় ঈদ পালিত হবে।
অ্যাস্ট্রোনমিকালি, আজকের চাঁদ দেখতে পাওয়ার সম্ভাবনা ছিল খুবই কম। সাধারণত ৩% ইলুমিনেশন পেরিয়ে গেলে অন্ধকার আকাশে আরামসে চাঁদ দেখতে পারবেন, যদি অন্যান্য শর্ত মিলে যায়। নতুন চাঁদ জন্মের প্রথম ২৪ ঘণ্টার মতো সময়কে বলা হয় নিউ মুন, আর যে চাঁদ দেখা যায় সেটা হলো ইয়াং মুন। একদম সবচেয়ে রেয়ার অকেশনেও ০.২% ইলুমিনেশন নিদেনপক্ষে থাকলে, কেউ চাঁদ দেখতে পারে, একদম অসম্ভব না। আজকের চাঁদের ইলুমিনেশিন ০.২%-০.৩% ছিল কাবুলে। ডেটা যদি সঠিক হয়ে থাকে, সন্ধ্যা ৬:৩৭ মিনিটে সূর্যাস্ত ছিল আফগানিস্তানে, আর চাঁদ ডোবার সময় ছিল ৬:১৪ মিনিট। বিস্তারিত এখনও ঠিক জানি না কোন মুহূর্তে চাঁদ দেখা গিয়েছে। যে কারণে ২৯ রোজায় চাঁদ দেখা যাবে না বলা হচ্ছিল সেটা হলো ইলুমিনেশন কম থাকবে, ৩০ রোজা শেষে ৩.৪% ইলুমিনেশন চলে আসার কথা।
শোনা যায়, ১৯১৬ সালে সবচেয়ে কমবয়সী চাঁদের দেখা মিলেছিল বিশ্বে, সেটা দেখেছিল দুই ব্রিটিশ পরিচারিকা। তখন চাঁদের বয়স ছিল পৌনে ১৫ ঘণ্টা। আর ডকুমেন্টেড অবস্থায়, ১৯৯০ সালের মে মাসে সাড়ে ১৫ ঘণ্টার চাঁদ দেখার রেকর্ড আছে। আর খালি চোখ হিসেবে না নিলে, কোনো কিছুর সাহায্যে ২০০২ সালে পৌনে ১২ ঘণ্টা বয়সের চাঁদ দেখা গিয়েছে।
(কিন্তু একটা কনফিউশন ঘুরপাক খাচ্ছে, যেটা মূলত অ্যাস্ট্রনমিকাল চার্টের ওপর চোখ বুলালে মনে হচ্ছে- আফগানিস্তানের চাঁদ কি waning old moon হবার কোনো চান্স আছে?)
যাক গে, ঢাকায় আজ ১ মে চাঁদ ডুববে সন্ধ্যা ৬ঃ৫৭ মিনিটে, কিন্তু ইলুমিনেশন ০.২%, দোদুল্যমান ব্যাপার। ২ মে চাঁদ ডুববে ৭ঃ৫২ মিনিটে, ইলুমিনেশন ২%, দেখা যাবেই যাবে।
আসলে নন-ভিজিবল চাঁদ আকাশে থাকবেই, কিন্তু অ্যাস্ট্রোনমিকালি এখনও ভিজিবিলিটি নিশ্চিতভাবে প্রেডিক্ট করা যায় না, কারণ সেখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। ইলুমিনেশন, টাইম, ইলংগেশন ডিগ্রি, এগুলো আগে থেকে বলা গেলেও কোথা থেকে কোন পরিবেশে কত আলোতে চাঁদ দেখার চেষ্টা করা হচ্ছে সেটা তো বলা মুশকিল।