চূড়ান্ত হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ফাইনালের ভেন্যু। ২৯ মে শিরোপা নির্ধারণী ম্যাচটি হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। এ তথ্য জানিয়েছে ক্রিকেট কন্ট্রোল বোর্ড অব ইন্ডিয়া (বিসিসিআই)। ফাইনালের ভেন্যুর নাম প্রকাশের পাশাপাশি বিসিসিআই এটাও জানিয়েছে যে, লিগ পর্ব শেষে টুর্নামেন্টের প্লে-অফের ম্যাচগুলো হবে আহমেদাবাদ ও কলকাতায়। মেয়েদের আইপিএল হিসেবে খ্যাত টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপটি অনুষ্ঠিত হবে লখনৌতে। আইপিএলের প্রথম কোয়ালিফাইয়ার ও এলিমিনেটর ম্যাচ দুটি কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হবে, দ্বিতীয় এলিমিনেটর ম্যাচটি হবে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। প্লে-অফে পূর্ণরূপে মাঠে দর্শক প্রবেশেরও অনুমতি দিয়েছে বিসিসিআই। ২৬ মার্চ শুরু হয়েছিল এবারের আসর। মুম্বাইয়ের তিনটি মাঠ লিগ পর্বের ম্যাচগুলো আয়োজন করছে। এর বাইরে কিছু খেলা হচ্ছে পুনেতে। লিগ পর্বের ৭০টি ম্যাচের মধ্যে ৫৫টি মুম্বাইয়ে এবং ১৫টি পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে (এমসিএ স্টেডিয়াম) গড়াচ্ছে। মুম্বাইয়ের তিন স্টেডিয়াম হচ্ছে ওয়াংখেড়ে, ব্রেবোর্ন ও ডিওয়াই পাতিল স্টেডিয়াম। ওয়াংখেড়ে ও ডিওয়াই পাতিল স্টেডিয়ামে প্রত্যেক দল চারটি করে ম্যাচ পেয়েছে। ব্রেবোর্ন ও পুনের এমসিএ স্টেডিয়ামে হবে দলপ্রতি তিনটি করে ম্যাচ।