ভারতে হোটেল-রেস্তোরাঁয় সার্ভিস চার্জ নিষিদ্ধ করা হয়েছে। এক প্রতিবেদনে বিবিসি জানায়, হোটেল-রেস্তোরাঁয় সার্ভিস চার্জ দিতে গ্রাহকদের বাধ্য করার অভিযোগের প্রেক্ষিতে এ নিষেধাজ্ঞা দিয়েছে ভারতের ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ। নতুন নির্দেশনায় বলা হয়েছে, রেস্তোরাঁগুলোতে ক্রেতাদের কাছ থেকে কোনো নামে বাড়তি বকশিশ নেওয়া যাবে না। যারা বকশিশ দিতে চাইবেন না, তাদের রেস্তোরায় আসতে বাধা দেওয়া যাবে না। সার্ভিস চার্জের নামে রেস্তোরাঁগুলোয় ৫ থেকে ১৫ শতাংশ পর্যন্ত বাড়তি অর্থ আদায় করা হতো। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী গ্রাহকদের বিলে রেস্তোরাঁগুলোয় কোনোভাবেই সার্ভিস চার্জ নিতে পারবে না।