মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) সম্প্রতি এশিয়ামানি কর্তৃক প্রদত্ত ‘বেস্ট ব্যাংক ফর ডাইভারসিটি অ্যান্ড ইনক্লুশন ইন বাংলাদেশ ২০২২’ অ্যাওয়ার্ড অর্জন করেছে। ব্যাংকের মধ্যে ও বাইরে বয়স, লিঙ্গ, অক্ষমতা, জাতি, গোত্র এবং সামাজিক শ্রেণি নির্বিশেষে সব ক্ষেত্রে বৈচিত্র্য, ন্যায্যতা এবং অন্তর্ভুক্তিবিষয়ক পদক্ষেপ গ্রহণ ও বাস্তবয়ায়নের মাধ্যমে কর্মক্ষেত্র ও দেশের মধ্যে অগ্রগামী হিসেবে এমটিবিকে তুলে ধরেছে, যা এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জনের ক্ষেত্রে ব্যাংকটিকে এগিয়ে দিয়েছে। এমটিবি তাদের গ্রাহক এবং কর্মীদের উভয়ের জন্য সমতা প্রতিষ্ঠার ক্ষেত্রে দেশে ক্রমবর্ধমান অগ্রগামী হিসেবে স্বীকৃত। এ প্রসঙ্গে এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, অন্তর্ভুক্তিমূলক একটি সংস্কৃতি ও দলগত মনোভাব প্রতিষ্ঠার প্রয়াসে এমটিবি একটি কর্মীবাহিনী লালন-পালন করছে, যা বিভিন্ন ধরনের কর্মী, দৃষ্টিভঙ্গি ও মতামতের সমন্বয়ে গঠিত এবং একটি নির্দিষ্ট লক্ষ্যে সংঘবদ্ধ হয়েছে।