মো: রওশন আলী (সাভার)প্রতিনিধি:
সাভারের বাজারে উঠতে শুরু করেছে গ্রীষ্মকালীন মৌসুমি ফল লিচু। তবে পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা বলছেন, প্রচুর পরিমাণ আমদানির কারণে লিচুর দাম আর লাভের অঙ্ক দুটোই কমে গেছে তাদের। তবে এতে খুশি ক্রেতারা।
ব্যবসায়ীরা বলছেন, দেশের বিভিন্ন অঞ্চলে এখন গাছে গাছে ঝুলছে দেশী ও বোম্বাই জাতের লিচু। আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর লিচুর ফলন হয়েছে ভাল।
মৌসুমি সুস্বাদু এই ফলটি উৎপাদন বেশি হওয়ায় এবার প্রতি হাজার লিচু পাইকারি বিক্রি হচ্ছে দুই হাজার টাকায়। আর বাজারে ওঠার পর ১শ’ লিচু খুচরা বিক্রি হচ্ছে আকারভেদে ২শ’ বিশ থেকে আড়াইশো টাকায়। আমদানি বেশি হওয়ায় লিচুর দাম কিছুটা কম হলেও সীমিত লাভের দেখা পাচ্ছেন ব্যবসায়ীরা। অন্যদিকে, দাম সহনীয় পর্যায়ে থাকায় ক্রেতারা কিনে স্বস্তি পাচ্ছেন মৌসুমি এই ফলটি।