মো: রওশন আলী (সাভার)প্রতিনিধি:
সাভারে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ দুই নারীর একজন সেলিনা বেগম (৬৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (১৮ মে) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার সজারিয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী। এর আগে গত বুধবার (১১ মে) দুপুর ১২টার দিকে সাভার মডেল থানা সংলগ্ন মুক্তিযোদ্ধা কলোনীর পাশের দারোগ আলীর বাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। গ্যাস লাইনের লিকেজ থেকে রান্না ঘরে গ্যাস জমে ছিল বলে জানা গেছে। এতে সেলিনা বেগম ছাড়াও দগ্ধ হন মিতু আক্তার নামের আরো এক গৃহিনী। তাকেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তবে সে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। স্থানীয়রা জানান, দারোগ আলীর বাড়ির ওই ভাড়াটিয়ারা রান্নার কাজে সিলিন্ডার গ্যাস ব্যবহার করতেন। ঘটনার দিন গ্যাসের গন্ধ পেয়ে দগ্ধরা রান্না ঘরে ঢুকে কিছু বুঝে উঠার আগেই অটো চুলা জ্বালিয়ে দেয় এবং সঙ্গে সঙ্গে বন্ধও করে দেয়। কিন্তু ততক্ষণে ঘরের ভিতরে জমা গ্যাসে আগুন লেগে তাদের শরীর পুড়ে যায়। তাতক্ষণিক ভাবে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাদের ওই দিনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। শরীরে ৭০ শতাংশ পোড়া নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে টানা সাত দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যু হয় সেলিনা বেগমের।