জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ র্অজন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে গাজীপুরের কাস্টম এক্সাইজ ও ভ্যাটের প্রাক্তন রাজস্ব কর্মকর্তা জয়নুল আবেদীনের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেন। মামলার বিষয়টি দুদকের জনসংযোগ বিভাগ থেকে নিশ্চিত করা হয়। এজাহার সূত্রে জানা যায়, জয়নুল আবেদীন দুদকে তার দাখিল করা সম্পদ বিবরণীতে এক কোটি ৫৬ লাখ ৩৫ হাজার ৪০০ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের যে তথ্য দিয়েছেন, সেখানে ১৭ লাখ ৭৫ হাজার ১৩ টাকার সম্পদের তথ্য গোপন করেন। সেই সঙ্গে তার অর্জিত আয়ের উৎসের স্বপক্ষে কোনো রেকর্ডপত্র ও প্রমাণ দাখিল করতে পারেননি। এই রাজস্ব কর্মকর্তার অর্জিত সম্পদ অসাধু উপায়ে জ্ঞাত আয়ের সাথে অসংগতিপূর্ণ হওয়ায় এবং তা ভোগ দখলে রাখার অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় তার বিরুদ্ধে মামলা দায়েরে সিদ্ধান্ত নেয় সংস্থাটি।