ফেসবুক, ইউটিউব-সহ বিভিন্ন রকম সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে সঞ্চয়ের বাজার সম্পর্কে সাম্প্রতিক খোঁজটি এখন সবার জানা, বাড়তি কোন কষ্টই করতে হয় না! কোথায় কিভাবে কষ্টের টাকা সঞ্চয় করবেন, কে কত মুনাফা দেবে, শুধু মুনাফা নয় এর চেয়ে একটু বাড়তি কিছু কোথায় পাওয়া যাবে- এসবই একপলকে যাচাই এর সুযোগ এখন সবার আঙ্গুলের ডগায়। পরিচিত একজনের কাছ থেকে পদ্মা ব্যাংকের পদ্মাবতী একাউন্ট সম্পর্কে জানতে পারেন আনিকা (ছদ্ম নাম)। বিশ্ববিদ্যালয় পড়ুয়া আনিকার ইন্টারনেট ঘেঁটে সব তথ্য যাচাই বাছাই করে নিতে মোটেও ঘাম ঝরাতে হয়নি। তাইতো ঠিক একবছর আগে মা দিবসে পদ্মাবতী একাউন্ট খুলেছেন মায়ের জন্য। নিজের সেমিস্টার ফি’র টাকাটা এখানে জমা করেন তিনি। কেননা প্রতিদিনের জমানোর উপর মুনাফা প্রতিদিন বুঝে পান তিনি। এই টাকা দিয়েই ঈদে মাকে সুন্দর শাড়ি উপহার দেয়া সম্ভব হল। আনিকা বলেন, এমন সুযোগ কাজে লাগবে ভাবিনি। প্রথমে মনে করেছি কি এমন টাকা হাওয়াই মিঠাইয়ের পয়সাও হবেনা। পরে ব্যালেন্স দেখে অবাক হতে হল। আমার অলস টাকাই আমাকে মায়ের মুখে হাসি ফোটাতে সাহায্য করল। ক্ষুদ্র ব্যবসায়ী নীলা,পদ্মাবতী একাউন্টের মাধ্যমেই করেন নিজের আর্থিক লেনদেন। তিনি বলেন, খুব স্বাচ্ছন্দ্যবোধ করি পদ্মা ব্যাংকের সঙ্গে আর্থিক লেনদেন করে। বিশেষ করে দেশের যে কোন এটিএমবুথ থেকে কোন সার্ভিস ফি ছাড়াই টাকা তুলতে পারি সেটা আমার বেশি ভালো লাগে। আশা করি আগামীতেও পদ্মা ব্যাংক এই রকম অভিনব আরো অনেক পরিষেবা নিয়ে আসবে আমাদের জন্য। নারীদের জন্য পদ্মা ব্যাংকের বিশেষ ব্যাংকিং সেবা- পদ্মাবতীর আনুষ্ঠানিক পথচলা ০৮ মার্চ,২০২১ থেকে। মাস ১৩-এর পথচলায় দারুণ সাড়া পেয়েছে সেবাটি। এখন পর্যন্ত শিক্ষার্থী, তরুণ নারী উদ্যোক্তাদের মধ্যেই আগ্রহ বেশি এই সেবাটিকে কেন্দ্র করে। কেননা বিদেশে উচ্চ শিক্ষার ফাইলে বিশেষ ছাড় দেয় পদ্মা ব্যাংক। আর দেশের যে কোন এটিএম বুথ থেকে বিনা খরচে টাকা উত্তোলনের সুবিধা এই প্রোডাক্টটিকে করেছে আরো বেশি আকর্ষণীয়। এছাড়াও পদ্মাবতী দিচ্ছে দুর্দান্ত সব অফার। পদ্মাবতীর ডেবিট কার্ড ব্যবহার করে স্বাস্থ্য পরীক্ষায় পাওয়া যায় বিশেষ ছাড়। স্বর্ণালঙ্কার কেনার সময় রয়েছে ডিস্কাউন্ট সুবিধা। বিভিন্ন নামী-দামী বিপণী বিতানে কেনাকাটায় বিশেষ ছাড় পাওয়া যাচ্ছে পদ্মাবতী ডেবিট কার্ড দিয়ে। নারী গ্রাহকদের কাছে পণ্যটি আরো আকর্ষণীয় করে তুলতে আরো অনেক পরিষেবা যুক্ত করার কাজ চলছে। পদ্মা ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) জাবেদ আমিন বলেন, “পদ্মাবতী নারীদের জন্য খুবই লাভজনক একটি ব্যাংকিং সেবা। আমাদের এই সেবায় সবচেয়ে আকষর্ণীয় হল প্রতিদিনের মুনাফা প্রতিদিনই বুঝে পাওয়া এবং পরদিন ব্যালেন্স জেনে যাওয়া। আগামীতে আরো বড় পরিসরে পদ্মাবতীর বিস্তৃত সেবা উপহার দেয়ার চেষ্টা থাকবে”। ১৮ বছর বয়সের নিচে যারা তারাও খুলতে পারবেন পদ্মাবতী একাউন্ট। তবে সেক্ষেত্র পিতা-মাতা বা আইনগত অভিভাবক লাগবে একাউন্টটি পরিচালনা করার জন্য। একসময় পদ্মাবতী হবে দেশের ব্যবসায়ী নারীদের আস্থার অন্য নাম এমন আশা সংশ্লিষ্টদের।