গ্রাহকদের ২৪ ঘণ্টা ব্যাংকিং সেবা প্রদানের লক্ষে রিয়েল-টাইম ক্যাশ ডিপোজিট মেশিন (আরসিডিএম) চালু করেছে ব্র্যাক ব্যাংক। সপ্তাহের যেকোনো দিন, যেকোনো সময় টাকা জমা দেওয়ার সুবিধা এনে দিতেই নেওয়া হয়েছে এই উদ্যোগ। এই আরসিডিএম মেশিনের মাধ্যমে টাকা জমা দিলে তা তাৎক্ষণিকভাবে ব্র্যাক ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। স্মার্ট মেশিনটি ব্যবহার করে গ্রাহকগণ মিনিটের মধ্যে ব্র্যাক ব্যাংক অ্যাকাউন্টে নগদ জমা করতে এবং ক্রেডিট কার্ড বিল পরিশোধ করতে পারবেন। এখন থেকে গ্রাহকেরা ব্যাংকে গিয়ে লাইনে না দাঁড়িয়েই ঝামেলামুক্তভাবে টাকা জমা দেওয়ার সুবিধা পাবেন। টাকা জমা দেওয়ার পর তাৎক্ষণিকভাবে তা গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে এবং এসএমএসের মাধ্যমে তা নিশ্চিত করা হবে। ব্র্যাক ব্যাংকের সম্পূর্ণ সুরক্ষিত এবং নির্ভরযোগ্য এই সেবা গ্রাহকদের স্বাচ্ছন্দ্য ও সুবিধা এনে দেবে। ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, ‘এই সেবা চালু করার প্রথম পর্যায়ে ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা, রংপুর, বগুড়া, যশোর ও পাবনায় মোট ৩৯টি আরসিডিএম বসানো হয়েছে। সারা দেশে পর্যায়ক্রমে আরো মেশিন চালু করা হবে। মেশিনে গ্রাহকেরা ১০ টাকা থেকে শুরু করে ১ হাজার টাকা পর্যন্ত জমা দিতে পারবেন। তবে মেশিনটি কয়েন এবং নোংরা ও ছেঁড়া নোট গ্রহণ করে না।’ ব্র্যাক ব্যাংকের হেড অব অলটারনেট ব্যাংকিং চ্যানেলস নাজমুর রহিম নতুন এই সেবা কার্যক্রম শুরু করা সম্পর্কে বলেন, ‘আরসিডিএম গ্রাহকদের জন্য ব্যাপক সুবিধা নিয়ে আসবে। কারণ এর মাধ্যমে ব্যাংকে না গিয়েই যেকোনো সময় এবং যেকোনো দিন তাদের অ্যাকাউন্টে টাকা জমা দিতে পারবেন। আমাদের অলটারনেট ব্যাংকিং চ্যানেলকে শক্তিশালী করার প্রচেষ্টার অংশ হিসেবে পর্যায়ক্রমে সারা দেশে মেশিনটি স্থাপন করা হবে। ব্র্যাক ব্যাংক সব সময়ই সবার আগে ব্যাংকিং সেবায় নতুন প্রযুক্তি নিয়ে আসে। গ্রাহকদের ব্যাংকিং অভিজ্ঞতা আরো সহজ ও স্বাচ্ছন্দ্যময় করার লক্ষ্যে আমরা নতুন নতুন সেবা চালু করার প্রচেষ্টা চালিয়ে যাব।’