বিশ্বের সেরা ১০০ কনটেইনার হ্যান্ডলিংকারী বন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দর তিন ধাপ এগিয়ে ৬৪তম হয়েছে। ২০২১ সালের কনটেইনার পরিবহনের পরিসংখ্যানের ভিত্তিতে এ তালিকাটি তৈরি করেছে লন্ডনভিত্তিক বন্দরবিষয়ক সংবাদমাধ্যম লয়েডস লিস্ট। গত বৃহস্পতিবার লয়েডস লিস্ট তালিকাটি প্রকাশ করে। জানা যায়, ১৯৭৭ সালে চট্টগ্রাম বন্দরে কনটেইনার পরিবহন শুরু হয়। এর পর থেকে কনটেইনারজাত পণ্য আমদানি করা বাড়তে থাকে। সময়ের সঙ্গে যন্ত্রপাতি ও অবকাঠামোগত উন্নয়নের কারণে কনটেইনার হ্যান্ডলিং বাড়তে থাকে। আর বিশ্বব্যাপী কনটেইনার হ্যান্ডলিংয়ের ওপর বন্দরগুলো শীর্ষ বন্দরের তালিকা প্রণয়ন করে লয়েডস লিস্ট। এ লিস্টে বিশ্বের সেরা ১০০ কনটেইনার হ্যান্ডলিংকারী বন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দর তিন ধাপ এগিয়ে ৬৪তম হয়েছে। এর আগের বছর ৬১তম ছিল। আর ২০১৯ সালের হিসাবে ২০২০ সালে প্রকাশিত তালিকায় চট্টগ্রাম বন্দর আরও ছয় ধাপ এগিয়ে যায়, বন্দরের অবস্থান হয় ৫৮তম। ২০১৮ সালে কনটেইনার পরিবহনের হিসাব করে ২০১৯ সালে প্রকাশিত তালিকায় বন্দরের অবস্থান ছিল ৬৪তম। এছাড়া ২০১০ সালে চট্টগ্রাম বন্দরের অবস্থান ছিল ৮৮। এরপর ২০১১ সালে ৮৯তম, ২০১২ সালে ৯০তম, ২০১৩ সালে ৮৬তম, ২০১৪ সালে ৮৭তম, ২০১৫ সালে ৭৬তম, ২০১৬ সালে ৭১তম এবং ২০১৭ সালে ৭০তম অবস্থানে ছিল চট্টগ্রাম বন্দর।