প্রেস বিজ্ঞপ্তিঃ
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ক্যাম্পাসে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন করেছে। দিবসটি উপলক্ষে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি স্বাধীনতা র্যালি, জাতীয় স্মৃতিসৌধের মানব লোগো প্রণয়ন, আমাদের কবিতায় স্বাধীনতা, স্বাধীনতার উপর ফটোগ্রাফি, কুইজ, মিনি ম্যারাথন, পথনাটক, ঘুড়ি উৎসব, জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণসহ 2 দিনের বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে। মনুমেন্ট, বিশেষ নাটক শিরোনাম- ট্র্যাজেডি ৭১ মার্চ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং স্বাধীনতা দিবসের কনসার্ট।
স্বাধীনতা দিবস উপলক্ষে- 2022 ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আয়োজিত “DIU মিনি ম্যারাথন” আজ (26 মার্চ) রাজধানীর ড্যাফোডিল স্মার্ট সিটি থেকে শুরু হয়েছিল যেখানে 180 জন অংশগ্রহণকারী ম্যারাথনে অংশ নিয়েছিল। . ডাঃ এ বি এম কামাল পাশা, প্রধান, ইএসডিএম বিভাগ ও মডারেটর, ডিআইইউ স্পোর্টস ক্লাব প্রধান অতিথি হিসেবে ম্যারাথন উদ্বোধন করেন এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সকালে ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একটি প্রতিনিধি দল ডেপুটি রেজিস্ট্রার ইশহাক মিজির নেতৃত্বে জনাব দিলজেব কবির, ডেপুটি ডিরেক্টর এবং জনাব মোঃ আনোয়ার হাবিব কাজল এবং একদল ছাত্র জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। সাংবাদিকতা, গণমাধ্যম ও যোগাযোগ বিভাগ ৫১তম স্বাধীনতা দিবস উপলক্ষে সকাল ১১টায় স্বাধীনতা মিলনায়তনে “প্যাসিং দ্য টর্চ: মেসেজ ফ্রম দ্য ফ্রিডম ফাইটারস” শিরোনামে একটি অনুষ্ঠানের আয়োজন করে যেখানে ২৬ জন বীর মুক্তিযোদ্ধা অংশ নেন। এর পাশাপাশি ২৬ মার্চ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আয়োজিত ‘স্বাধীনতাতুমি’ অনুষ্ঠানে ২৬টি চলচ্চিত্রে তরুণ প্রজন্মকে দেওয়া ২৬টি বার্তা সম্বলিত বীর মুক্তিযোদ্ধাদের ছবি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনীর উদ্বোধনের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধারা ‘স্বাধীনতাতুমি’ কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানের উদ্বোধন শেষে মুক্তিযোদ্ধাদের নিয়ে বিশেষ আলোচনা ও স্মরণ সভার আয়োজন করা হয়েছে। প্রদর্শনীতে প্রদর্শিত বীর মুক্তিযোদ্ধাদের ২৬টি ছবি হলো: বীর মুক্তিযোদ্ধা শামসুল হক, বীর মুক্তিযোদ্ধা আহমদ ইসমাইল মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা ডা. সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ড. গোলাম রহমান, বীর মুক্তিযোদ্ধা কাজী রোকেয়া সুলতানা রাকা, বীর মুক্তিযোদ্ধা ড. বীর মুক্তিযোদ্ধা আহসানুল হক মিনু, বীর মুক্তিযোদ্ধা বিছু জালাল, বীর মুক্তিযোদ্ধা কে এম এইচ নজরুল, বীর মুক্তিযোদ্ধা ড. জাফর ইকবাল, বীর মুক্তিযোদ্ধা বেলাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল আজিজ, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা হেলাল তরলীম, বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা খন্দকার ফয়জুল আমিন নান্টু, বীর মুক্তিযোদ্ধা মো. এনায়েতুল করিম খান, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউসুফ মিয়া, বীর মুক্তিযোদ্ধা এবিএম গোলাম কাদির, বীর মুক্তিযোদ্ধা বি.এম. আমির আলী, বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল মকিম সান্টু, বীর মুক্তিযোদ্ধা মোঃ আমিনুর রহমান, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন মজুমদার, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান রতন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও কমিউনিকেশন বিভাগের আয়োজনে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও অনুভূতি প্রকাশের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
ক্যাপশন: কর্মসূচিতে একই ফ্রেমে বীর মুক্তিযোদ্ধারা স্বাধীনতা দিবস উপলক্ষে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, গণমাধ্যম ও যোগাযোগ বিভাগ কর্তৃক আয়োজিত “মশাল অতিক্রম: মুক্তিযোদ্ধাদের বার্তা” –