রাজধানীর বাঁশরী এলাকার বাসিন্দাদের ব্যাংকিং লেনদেন দ্রুত ও মসৃণ করতে পদ্মা ব্যাংক লিমিটেড এখন তাদের এলাকায়। পদ্মা ব্যাংকের প্রথম উপ-শাখা বনশ্রী থেকে দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু করে। এর কার্যক্রম পরিচালিত হবে প্রগতি সরণি শাখার অধীনে। সোমবার, ০৩ অক্টোবর, পদ্মা ব্যাংকের বিক্রয় পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান আনুষ্ঠানিকভাবে উপ-শাখার উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, “পদ্মা ব্যাংক সকলের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে কাজ করে। আপনার ব্যস্ত জীবনে কিছুটা সময় বাঁচাতে, স্ব-সেবা ও নিরাপদ ব্যাংকিং সেবা নিয়ে আমরা আপনাদের কাছে যাব। যা সাব-এর মাধ্যমে দ্রুত সম্ভব হবে। শাখা।আশা করি এলাকার মানুষ পদ্মা ব্যাংককে সব সময় সহযোগিতা করবে।এই প্রেরণা নিয়ে আমরা শিগগিরই উত্তরাসহ রাজধানীর বাইরে বেশ কয়েকটি উপ-শাখা উদ্বোধন করতে যাচ্ছি।উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফরাজী হাসপাতালের চেয়ারম্যান ডা. আনোয়ার ফরাজী ইমন।তিনি পদ্মা ব্যাংকের বিভিন্ন পরিকল্পনার প্রশংসা করেন এবং ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।এছাড়া অন্যান্য গ্রাহকদের জন্য ব্যাংকিং লেনদেনের সুবিধার্থে উপ-শাখা খোলার জন্য তিনি পদ্মা ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।উদ্বোধনী অনুষ্ঠানে আরও দোয়া কামনা করেন। পদ্মা ব্যাংকের ডেপুটি সেলস ডিরেক্টর ও সিআরও ফয়সাল আহসান চৌধুরী, ডেপুটি সেলস ডিরেক্টর ও সিওও জাভেদ আমিন, এসইভিপি ও সিএইচআরও এম আহসান উল্লাহ খানসহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গ্রাহকদের সুবিধার্থে erson উপ-শাখা খুলেছে অন্যরা ধন্যবাদ জানিয়েছেন পদ্মা ব্যাংকের কর্মকর্তাদের। বাঁশরী উপ-শাখার ঠিকানা-ভার্চুয়াল আমিন স্বপ্নীদ, বাড়ি-৪৮, ব্লক-ই, রোড-২, বাঁশ্রী, ঢাকা।