আরএম সেলিম শাহী, শেরপুর প্রতিনিধি:
নিহত ওই ব্যক্তি শ্রীবরদী উপজেলার রানি শিমুল ইউনিয়নের আলোচিত হত্যা মামলার হালুয়াহাটি গ্রামের বাসিন্দা দিনমজুরের শেখবর আলী (৪৫) বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে শ্রীবরদী উপজেলার হালুয়াহাটি গ্রামের জজ মিয়া ও জিকো মিয়াদের সঙ্গে দিনমজুর শেখবরদের চলে আসা জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গত ২২ মার্চ জিকোসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় জিডি করেন নিহত শেখবর। পরের দিন শ্রীবরদী থানার এসআই ওয়ারেজ ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শনে যান। এ সময় পুলিশের সামনেই জিকো, জজ মিয়াসহ ৪-৫ জন শেখবর আলীর ওপর হামলা চালালে তাদের ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই মারা যান শেখবর।
ঘটনার পরের দিন শেখবরের ছোট ভাই মাহফুজ বাদী হয়ে ২৪ জনের নাম উল্লেখ করে এবং আরও ১৫ জনকে অজ্ঞাত আসামি করে ৩৯ জনের নামে শ্রীবরদী থানায় একটি হত্যা মামলা করেন। পরে পুলিশি অভিযানে আটক হল তিনজন। এদিকে ওই ঘটনায় ছায়া তদন্ত শুরু করে র্যাব-১৪ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শেরপুরের ভারত সীমান্তবর্তী গারো পাহাড়ের গহীন বন থেকে প্রধান আসামি জিকোকে গ্রেপ্তার করে।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, এ ঘটনায় মূল অভিযুক্তসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র্যাব। এদিকে ভিডিওটি আলোচনায় আসার পর সেদিন ঘটনাস্থলে থাকা এসআই ওয়ারেজকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।