পাবনা জেলা প্রতিনিধি ঃ
পাবনা সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার ভূলবাড়িয়া ইউনিয়ন স্বরগ্রাম শনিবার দিবাগত রাত আনুমানিক ১১/১১.৩০ টার সময় কাস্টম অফিসার শাহজাহান @কাস্টম শাজাহান গ্রুপ ও আবু সাঈদ এর মধ্যে স্বরগ্রাম মাদরাসার সভাপতি পদে প্রার্থীতা নিয়ে দ্বন্দ চলে আসছিলো। সেই দ্বন্দের জেরে প্রভাব বিস্তারের জন্য কাস্টম শাহজাহান গ্রুপের এর লোকজন স্বরগ্রামের আব্দুল আকমল প্রামানিক এর ছেলে রুহুল আমিন কে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে । একই গ্রামের মোঃ আব্দুল জলিল এর ছেলে আবু সাঈদ,কে হাতুড়ি দিয়ে পিটিয়ে ফোলা ও যক্ষম সহ মারাত্মক আহত করে ফেলে রেখে যায়। আহত ব্যক্তিকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করে নিহত রুহুল আমিনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পুলিশ পাবনা সদর হাসপাতালের মর্গে নিয়ে আসে। স্থানীয় বেশ কয়েকজন নাম প্রকাশে অনিচ্ছুক ও আহত পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন আবু সাঈদ জানান কাস্টম শাহজাহান ও আমাদের এর মধ্যে মাদ্রাসার কমিটির সভাপতি পদ নিয়ে বিরোধ চলে আসছিল বিরোধের জেরে কাস্টম শাহজাহানের লোকজন আমাকে ও আমার ভাতিজা
রুহুল আমিন কে হত্যার উদ্দেশ্যে শনিবার দিবাগত রাত্রে আনুমানিক ১১.০০টা থেকে ১০.৩০টার সময় আক্রমণ করে এতে রুহুল আমিন নামে একজন নিহত ও (আবু সাঈদ ) আমি আহত হই । আহত আবু সাঈদ ভূলবাড়িয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এই ঘটনার বিষয়ে আতাইকুলা থানার অফিসার ইনচার্জ এর কাছে জানতে চাইলে তিনি জানান এখন পর্যন্ত কেউ এজাহার দায়ের করেনি এজাহার প্রাপ্তি সাপেক্ষে মামলা নথিভুক্ত করবো এবং কোনো আসামি এখন পর্যন্ত গ্রেফতার হয়নি।