মো: রওশন আলী (সাভার)প্রতিনিধি:
ঢাকার ধামরাইয়ে পৃথক স্থান থেকে এক নারীসহ তিন জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের হাসপাতালে পাঠানো হয় এবং সড়ক দুর্ঘটনায় নিহত এক যাত্রীর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মে) সকালে ধামরাইয়ের আমতা ইউনিয়ন, সোমভাগ ইউনিয়ন ও কুশুরা ইউনিয়ন থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। জানা গেছে, সকালে আমতা ইউনিয়নের বড় নারায়ণপুর এলাকায় পুকুরে ভাসমান অবস্থায় ওমর ফারুক বাবু (১৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাবু কাইটামারা গ্রামের মৃত বদিরুদ্দিনের ছেলে। নিহত বাবু ধামরাই উপজেলার আমতা ইউনিয়নের বড় নারায়ণপুর গ্রামে মামা নজরুলের বাড়িতে থেকে পড়ালেখা করত। নিহতের পরিবার ও পুলিশ জানান, বুধবার (১৮ মে) দুপুর থেকে হঠাৎ নিখোঁজ হয় বাবু। পরে বৃহস্পতিবার সকালে স্থানীয় ইউপি সদস্য নিহতের মামা নজরুল ইসলামের পুকুরে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান। উদ্ধার মরদেহের শরীরে অনেক আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া সকালে উপজেলার সোমভাগ ইউনিয়নের শৈলান এলাকায় নিজের বাড়ি থেকে জমেলা খাতুন (৯৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে ধামরাইয়ের উপজেলার সোমভাগ ইউনিয়নের শৈলান গ্রামের মৃত ইউনুস মোল্লার স্ত্রী। পরিবারের বরাতে পুলিশ জানায়, সকালের দিকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে এবং মেইন দরজার কেচিগেটের তালা ভাঙা অবস্থায় পাওয়া গেছে। এদিকে ব্যাটারিচালিত দুই ইজিবাইকের সংঘর্ষে মো. শাহজাহান (৫০) নামের এক যাত্রী নিহত হয়েছেন। সকালে ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের বন্নাখোলা এলাকার একটি আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহজাহান ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের বকচর এলাকার মৃত মনির উদ্দিনের ছেলে। পুলিশ জানান, সকালে কালামপুর হাটে ভুট্টা বিক্রি শেষে বাড়িতে ফেরার পথে ব্যাটারি চালিত দুই ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকে থাকা শাজাহান ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। দুপুরে তার নিজ বাড়িতে মরদেহ দাফন করেন তার পরিবার। ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি) আতিকুর রহমান বলেন, আমতা ও সোমভাগ ইউনিয়নের পৃথক ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া কুশুরা ইউনিয়ন দুই ইজিবাইকের সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। পরে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।