ঢাকা ব্যাংক লিমিটেড ও কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর মধ্যে টিউশন ফি আদায় সংক্রান্ত এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এমরানুল হক, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর নির্বাহী চেয়ারম্যান শাহানুল হাসান খান, ঢাকা ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবু জাফর, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর ট্রাস্টি বোর্ডের সিনিয়র উপদেষ্টা অধ্যাপক এম জহিরুল হক, পিএইচডি। গুলশানে ঢাকা ব্যাংকের হেড অফিসে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তি স্বাক্ষর করেন মোস্তফা হুসেন, এসইভিপি ও ম্যানেজার, ঢাকা ব্যাংক, গুলশান শাখা এবং অধ্যাপক এম জহিরুল হক, পিএইচডি, সিনিয়র উপদেষ্টা, ট্রাস্টি বোর্ড, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। এ সময় আরো উপস্থিত ছিলেন- এম মঈন উদ্দিন, উপ-ব্যবস্থাপনা পরিচালক, মোঃ মোস্তাক আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিইএমও এবং এইচ.এম. মোস্তাফিজুর রহমান, ইভিপি ও ঢাকা ব্যাংক লিমিটেডের রিটেইল বিজনেস ডিভিশনের প্রধান এবং মোঃ মামুনুর রশীদ, উপ-পরিচালক, ফিনান বিশ্ববিদ্যালয়ের সিই এবং অ্যাকাউন্টস। এ চুক্তির আওতায় সারাদেশে ছড়িয়ে থাকা ঢাকা ব্যাংকের সকল শাখার মাধ্যমে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর শিক্ষার্থীরা তাদের শিক্ষার্থী আইডির বিপরীতে টিউশন ফি পরিশোধ করতে পারবেন। শিক্ষার্থীরা পেমেন্ট নিশ্চিতকরণ হিসেবে প্রয়োজনীয় বিবরণসহ সিস্টেম জেনারেটেড পেমেন্ট কনফার্মেশন স্লিপ গ্রহণ করবেন।