ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) বৃহস্পতিবার (২৩শে জুন) বিশ্ববিদ্যালয়ের আশুলিয়া গ্রিন ক্যাম্পাসে (ঐতিহ্যবাহী মেলা), ব্র্যান্ডিং বাংলাদেশ” শিরোনামে একটি বিশেষ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে যাতে শিক্ষার্থীদের দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য চর্চার পাশাপাশি উদ্যোক্তা হতে উদ্বুদ্ধ করা হয়; যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন স্টলে দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী ও গ্রামীণ সংস্কৃতি, খাবার, পণ্য উপস্থাপন করে।এই জমকালো অনুষ্ঠানের মূল আয়োজক ছিল ডিআইইউ-এর উদ্ভাবন ও উদ্যোক্তা বিভাগ। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.এম. দিনের প্রথম পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লুৎফর রহমান। একাডেমিক অ্যাফেয়ার্সের ডিন প্রফেসর ড. মোস্তফা কামাল, ব্যবসা ও উদ্যোক্তা অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মাসুম ইকবাল, উদ্ভাবন ও উদ্যোক্তা বিভাগের প্রধান জনাব মোঃ কামরুজ্জামান, রিয়েল এস্টেট বিভাগের বিভাগীয় প্রধান ডঃ আমির আহমেদ সহ অন্যান্যরা। ডিন, অনুষদ, কর্মকর্তা এবং ছাত্র। উদ্বোধনী ভাষণে ডিআইইউর উপাচার্য প্রফেসর ডক্টর এম লুৎফর রহমান বলেন, আমাদের ঐতিহ্য রক্ষায় প্রতিটি বিশ্ববিদ্যালয়ের এমন ব্যবস্থা করা জরুরি। আমরা আমাদের শিকড় ভুলে উচ্চতায় পৌঁছাতে পারি না। এই মহান ঘটনাকে সাধুবাদ জানানো এবং নিয়মিত অনুশীলন করা আমাদের কর্তব্য। ডিআইইউ-এর উদ্ভাবন ও উদ্যোক্তা বিভাগ কর্তৃক আয়োজিত এই “ওইতেজ্জের হাট” মেলায় ৪৫টি স্টলের মাধ্যমে বাংলাদেশের ৬৪টি জেলার বিভিন্ন ঐতিহ্যবাহী জিনিসপত্র প্রদর্শন করা হয়। প্রদর্শনী স্টলে প্রায় 390 জন শিক্ষার্থী একযোগে উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করে। উদ্ভাবন ও উদ্যোক্তা বিভাগের বিভাগীয় প্রধান মো: কামরুজ্জামান বলেন, বাংলাদেশের ঐতিহ্যবাহী বিভিন্ন উপকরণের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এবং শিক্ষার্থীদের শিক্ষাজীবন থেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার ব্যবস্থা করা হয়।ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান চলমান অনুষ্ঠান পরিদর্শন করেন এবং আয়োজনে সন্তোষ প্রকাশ করেন। “এটি একটি দুর্দান্ত জিনিস যে আমরা এই প্রজন্মকে উদ্যোক্তা হওয়ার পাশাপাশি দেশীয় সংস্কৃতিতে উদ্বুদ্ধ করতে সক্ষম হয়েছি,” তিনি বলেছিলেন। “আমাদের আমাদের ঐতিহ্য ও সংস্কৃতিকে লালন করতে হবে, পাশাপাশি দেশের উন্নয়নে নিজেদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ব্যবসা ও উদ্যোক্তা তৈরি করতে হবে।”অনুষ্ঠানটিতে ব্যবসায় প্রশাসন বিভাগ, সোশ্যাল বিজনেস স্টুডেন্ট ফোরাম এবং ডিআইইউ-এর ক্লাব এবং সাধারণ শিক্ষার্থীরা যুক্ত ছিলেন।