শিক্ষার্থীদের ব্যবহারিক এবং ফলাফল ভিত্তিক শেখার পদ্ধতির সাথে পরিচিত ও অনুপ্রাণিত করার জন্য, সাংবাদিকতা, মিডিয়া এবং যোগাযোগ বিভাগ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (DIU) ‘Fall 2022’ সেমিস্টারে ‘JMC Mediabuzz – Fall 2022’-এর আয়োজন করে। বুধবার, ৭ সেপ্টেম্বর ঢাকার আশুলিয়ার ড্যাফোডিল স্মার্ট সিটিতে দিনব্যাপী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ের মোবাইল ফটোগ্রাফি প্রতিযোগিতা, মোবাইল সাংবাদিকতা প্রতিযোগিতা, কর্মশালা, আলোচনা প্যানেল, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে অনুষ্ঠানটি উদযাপন করে। , ‘মোবাইল কমিউনিকেশনস’ থিম নিয়ে JMC Mediabuzz। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম লুৎফর রহমান। এ ছাড়া ডিআইইউর উপদেষ্টা অধ্যাপক উজ্জল কুমার চৌধুরী, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক এ.এম.এম. হামিদুর রহমান এবং জার্নালিজম, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন (জেএমসি) বিভাগের বিভাগীয় প্রধান জনাব আফতাব হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সংগঠনের শুরুতে বর্তমান যুগে মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরিতে মোবাইলের ব্যবহার নিয়ে একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয় যার পরিচালনায় ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও গ্লোবাল মোবাইল জার্নালিজমের প্রশিক্ষক আব্দুল কাবিল খান। এছাড়াও রিভারাইন পিপল অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক শেখ রোকন এবং স্টুডিও ইয়েলো সামথিং লিমিটেডের পরিচালক রাকানওশিননাওয়ারের উপস্থিতিতে জাতীয় ভ্রাম্যমাণ সাংবাদিকতা প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। ডিআইইউ-এর ছাত্র ইকবাল হোসেন ও মিঠুন মজুমদার পরিচালিত মোবাইল ডকুমেন্টারি এই ক্যাটাগরিতে সেরা ডকুমেন্টারি ঘোষণা করা হয়। সেরা তিনজনকে পুরস্কৃত করা ছাড়াও মোট 10টি মোবাইল ডকুমেন্টারিকে বিশেষ পুরস্কার দেওয়া হয়। বিডি নিউজ ২৪ ডটকমের হেড অব নিউজ ফটোগ্রাফি মুস্তাফিজ মামুন এবং দৈনিক প্রথম আলোর স্টাফ ফটো জার্নালিস্ট সাবিনা ইয়াসমিন জাতীয় মোবাইল ফটোগ্রাফি প্রতিযোগিতার বিচারক হিসেবে সংগঠনটিতে অংশগ্রহণ করেন। এই ক্যাটাগরিতে অনুষ্ঠানের সেরা মোবাইল ফটোগ্রাফার হিসেবে অতিথিদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন চৌধুরী রহুল ইবনে আজাদ, মোঃ সেলিম হোসেন ও ইফতেখার ইসলাম মুন্না। দিনব্যাপী আলোচনা সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টাইমস টিম লিডার সাব্বির আহমেদ ও দৈনিক বাংলার সিনিয়র মিডিয়া সাংবাদিক সুদীপ্ত সালাম। সাংবাদিকতা ও মিডিয়া ব্যবহারের মোবাইল-ভিত্তিক ভবিষ্যৎ সম্পর্কে আলোকপাত করতে আগত অতিথি ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য হোস্ট বিভাগ তার উত্সাহ প্রকাশ করেছে।
ক্যাপশন: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) সাংবাদিকতা, গণমাধ্যম ও যোগাযোগ বিভাগ আয়োজিত ‘জেএমসি মিডিয়াবাজ-ফল 2022’-এ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করছেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. লুৎফর রহমান।