গোপালগঞ্জ প্রতিনিধি:
ফেসবুকে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের বিরুদ্ধে মানহানিকর তথ্য পরিবেশন ও বিশৃংখলা সৃষ্টির চেষ্টাকারীর দৃষ্টান্তম‚লক শাস্তির দাবীতে জেলা আইনজীবী সমিতি প্রতিবাদ সমাবেশ করেছে।
আজ মঙ্গলবার সকাল ১০ টায় জেলা আইনজীবী সমিতির সামনে রাস্তায় দাড়িয়ে তারা মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে।
মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সুনীল কুমার দাস, সাধারন সম্পাদক অ্যাডভোকেট এম জুলকদর রহমান, সাবেক সভাপতি অ্যাডভোকেট আতিয়ার রহমান মুন্সী, সাবেক পিপি অ্যাডভোকেট আব্দুল হালিম, অ্যাডভোকেট কদরে আলম খান, অ্যাডভোকেট চৌধুরী খাসরুল আলম, অ্যাডভোকেট এম এম নাসির আহম্মেদ, অ্যাডভোকেট রনজিত কুমার বাড়ৈ গামা প্রম‚খ বক্তব্য রাখেন।
বক্তরা সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের বিরুদ্ধে মানহানিকর তথ্য পরিবেশন ও বিশৃংখলা সৃষ্টির চেষ্টাকারীর দৃষ্টান্তম‚লক শাস্তির দাবী জানান।
প্রসঙ্গত, স¤প্রতি গোপালগঞ্জ শহরতলী চরমানিকদাহ গ্রামের বাসিন্দা আলিমুজ্জামান আলিম তার ফেসবুকে সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের বিরুদ্ধে মানহানিকর তথ্য পরিবেশন করে স্ট্যাটাস দেয়। এতে গোপালগঞ্জের সর্বস্তরের মানুষের মাঝে অসন্তোষ বিরাজ করে। এ ঘটনায় ঘোষেরচর গ্রামের তানভীরুল ইসলাম বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত আলিমুজ্জামান আলিমকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে।
এ ঘটনার পর থেকে জেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা শাস্তির দাবীতে আন্দোলন করে আসছে।