কোটচাঁদপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহের কোটচাঁদপুরে রেললাইন থেকে অজ্ঞাত (৬০) এক প্রতিবন্ধী বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে কোটচাঁদপুর রেলস্টেশনের অদূরে ৪৭ নম্বর পিলারের নিকট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। কোটচাঁদপুর থানার উপ-পরিদর্শক হারুন অর রশিদ জানান,ঘটনাস্থল থেকে আবু সাঈদ নামের এক ব্যক্তি জরুরী সেবা ৯৯৯ এ কল করেন। পরে ৯৯৯ থেকে আমাদেরকে অবহিত করে দুর্ঘটনার কথা জানায়। তিনি বলেন, লাশটির কোন পরিচয় পাওয়া যায়নি। তবে ৫৫ থেকে ৬০ বছর বয়স হবে। মৃত ব্যক্তির একটা চোখ অন্ধ ও একটি পা প্রতিবন্ধী। ধারনা করা হচ্ছে ট্রেন থেকে পড়ে, তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে রেলওয়ে যশোর জিআরপি পুলিশ লাশটি উদ্ধার করেছেন। এ ব্যাপারে রেলওয়ে যশোর জিআরপি পুলিশের উপ-পরিদর্শক শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য যশোরে নিয়ে যাওয়া হবে। তবে কোন ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে, তা বলা যাচ্ছে না। বিষযটি নিয়ে কোটচাঁদপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার নুরুল ইসলাম জানান, আমি কিছুই জানতাম না। পরে বিষয়টি শুনেছি।তবে কোন ট্রেনে কিভাবে এ দূর্ঘটনা ঘটেছে তা, বলতে পারব না।