মনির খাঁন কুমিল্লা জেলা প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলার ১৮ নং ছালিয়াকান্দি ইউনিয়নের ছালিয়াকান্দি বাজারের দক্ষিণ পাশে তিন ফসলি উর্বর জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে “ইটভাটায়” এই শিরোনামে বিভিন্ন জাতীয় পত্রিকা অনলাইনে সংবাদ প্রকাশের পর জেলা প্রশাসনের নির্দেশে মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসন ঐ এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে (মোবাইল কোর্ট) পরিচালনা করা হয়।
তখন হাতেনাতে ড্রেজার ও ভেকুর দুই মালিককে আটক করে দুই লাখ টাকা জরিমানাসহ তিনটি ড্রেজার মেশিন জব্দ করা হয়। অভিযানের নেতৃত্ব দেন, উপজেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন। মোরাইল কোর্ট পরিচালনা কালে ড্রেজারের এক হাজার ফুট পাইপ বিনষ্ট এবং ৬টি ট্রাক্টর ও একটি ভেকু প্যানেল চেয়ারম্যানের জিম্বায় দেওয়া হয়। ওই সময় আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তা জাকির হোসেন ও মুরাদনগর থানার এসআই সাইফুল ইসলামসহ পুলিশ ফোর্স।
খোঁজ নিয়ে জানা যায়, প্রতিদিন ২০/২২টি ট্রাক্টর দিয়ে তিন ফসলি জমির মাটি ভেকু দিয়ে কেটে নিয়ে যাচ্ছে মেসার্স মনির ব্রিকস ফিল্ডে।
এবং পাশের কৃষি জমিতে থেকে ড্রেজার মেশিন বসিয়ে দীর্ঘদিন ধরে মাটি উত্তোলন করে আচ্ছিলো। এতে করে তিন ফসলি কৃষি জমি বিলীন হয়ে যাচ্ছে। পাশাপাশি বালুর স্তুপে অন্ধকারচ্ছন্ন হচ্ছে এলাকা। মারাত্বক ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারীদের। বেপরোয়া সিন্ডিকেটে কৃষি নির্ভর কৃষকরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করাতো দূরের কথা ভয়েও মুখ খুলতে সাহস পাচ্ছে না। এ নিয়ে গত মঙ্গলবার জাতীয় দৈনিক অনেকগুলি পত্রিকায় নিউজ প্রকাস হয়।
“ড্রেজার ও ভেকু দিয়ে তিন ফসলি কৃষিজমির উর্বর মাটি কেটে নিয়ে যাচ্ছে ইটভাটায়”
এই সংবাদ শিরোনামে সংবাদ প্রকাশের পর প্রশাসনে নড়ে চড়ে বসেন এবং তোলপাড় শুরু হয়। সেমতে মঙ্গলবার দুপুরে ওই এলাকায় অভিযানে নামার সিদ্ধান্ত নেয় উপজেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন। তিনি ছালিয়াকান্দি বাজারের দক্ষিণ পাশে তিন ফসলি জমির উর্ভর মাটি মেসার্স মনির ব্রিকস ফিল্ডে নেওয়ার অভিযোগে ৬টি ট্রাক্টর ও একটি ভেকুসহ দুইজনকে আটক করেন। এরা হলেন, দক্ষিণ ছালিয়াকান্দি গ্রামের আইয়ুব আলীর ছেলে মোহাম্মদ মামুন (৪২),একই গ্রামের মফিজুর রহমানের ছেলে মোহাম্মদ বাবু (৩৮)। ওই সময় ওই ইটভাটার পাশে থাকা একটি ড্রেজারের এক হাজার ফুট পাইপ বিনষ্ট করে ৩টি মেশিন জব্ধ করা হয়। মেশিনগুলোকে থানায় নিয়ে আসলেও ৬টি ট্রাক্টর ও একটি ভেকু ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান খোশনেয়ারা বেবীর জিম্বায় দেওয়া হয়।
পরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর আওতায় আটক মোহাম্মদ মামুন (৪২) ও মোহাম্মদ বাবুকে (৩৮) দুই লাখ টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় জরিমানার টাকা
পরিশোধ সাপেক্ষে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।