৩০ মার্চ ২০২২, বুধবার বিজয় মিলনায়তনে ন্যাশনাল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এনআইএসটি) ২০২০-২১ শিক্ষা বর্ষের শিক্ষার্থীদের নবীনবরন ও স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা বিজয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও সমাকল্যাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ফ্যামিলির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমির একাডেমিক পরিচালক মো. সরোয়ার হোসেন মোল্লা। সভাপতিত্ব করেন ন্যাশনাল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যক্ষ প্রফেসর মো: ফয়েজ হোসেন। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে রাশেদ খান মেনন বলেন, চতুর্থ শিল্প বিপ্লব চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেকে প্রস্তুত করতে হবে। শিক্ষার ন্যায্য দাবী আদায়ে লড়াই করতে হয়েছে, তবে কখনও শিক্ষকদের অসম্মান করিনি। বেসরকারী পর্যায়ে স্বাধীনতা উত্তর বাংলাদেশে শিক্ষার ব্যাপক প্রসার ঘটেছে এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে ব্যাপক সুযোগ তৈরি হয়েছে। বেশ কিছু বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান আস্তা অর্জন ও গ্রহণ যোগ্যতা প্রমানে সক্ষম হয়েছে। ড্যাফোডিল তার মধ্যে একটি। শেষে তিনি নবীন শিক্ষাথীদের সফলতা কামনা করেন এবং দেশ প্রেমে উজ্জীবিত হয়ে পড়াশোনায় মনোনিবেশের আহ্বান জানান। ড্যাফোডিল ফ্যামিলির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরুজ্জামান টেকনোলজির মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হওয়ার পরামর্শ দেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।