সবেমাত্র করোনার ওমিক্রন ধরন কিছুটা নিম্নগামী হতে শুরু করেছিল সারা বিশ্বে, এর মধ্যেই আবার করোনার নতুন ধরনের খোঁজ মিলেছে ইজরায়েলে। ইজরায়েলের স্বাস্থ্য বিভাগের বরাতে এ তথ্য দিয়েছে সংবাদ সংস্থা আনন্দবাজার।
বুধবার ইজরায়েলের স্বাস্থ্যমন্ত্রী নিজান হরোউইজ জানান, কিছু দিন আগেই দেশের বাইরে থেকে ইজরায়েলে আসেন দুই যাত্রী। এই দুই যাত্রীর পরীক্ষার পর তাদের দেহ থেকে নতুন কোভিডের ধরনের খোঁজ মিলেছে বলেও তিনি জানান।
ইজরায়েলের স্বাস্থ্য বিভাগের রিপোর্ট অনুযায়ী, কোভিডের এই নতুন ধরন ওমিক্রন ধরনের দুইটি উপরূপ বিএ-১ এবং বিএ-২-র মিশ্রিত একটি ধরন।
করোনার এই নতুন ধরনে কিছু উপসর্গ দেখা যাচ্ছে বলেও দাবি ইজরায়েলের। মৃদু উপসর্গযুক্ত রোগীদের মধ্যে হালকা জ্বর, মাথা ব্যাথা এবং পেশীতে ব্যথার মতো উপসর্গগুলি দেখা যাচ্ছে।
তবে করোনার এই নতুন রূপে আক্রান্তদের কোনও বিশেষ রকমের চিকিৎসা করাতে হবে না বলেও জানিয়েছে ইজরায়েলের স্বাস্থ্য বিভাগ। পাশাপাশি এই রূপ প্রাণঘাতী নয় এবং নতুন ঢেউ তৈরি করতে সক্ষম নয় বলেও স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে। যদিও এ নিয়ে আরো গবেষণার প্রয়োজন বলেই মন্তব্য করেছে তারা।
ইজরায়েল স্বাস্থ্যমন্ত্রকের ডিরেক্টর জেনারেল নাচম্যান অ্যাশ জানিয়েছেন, আক্রান্ত যাত্রীরা বাইরে থেকে এলেও তাদের ইজরায়েলে আক্রান্ত হওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইজরায়েলের প্রধানমন্ত্রী নাতালি বেনেট স্বাস্থ্য বিভাগের সাথে দেখা করবেন বলেও জানিয়েছেন।
তবে এই নতুন রূপের বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা(হু)।
একই সঙ্গে গত এক সপ্তাহে বিশ্ব জুড়ে প্রায় এক কোটি ১০ লক্ষ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর ফলে ফের উদ্বেগ বেড়েছে চিকিৎসক মহলে। গত বছরের নভেম্বর মাস থেকে ওমিক্রনের দাপটে নাজেহাল হয়েছিল বিশ্ব। যার আঁচ এসে পড়েছিল বাংলাদেশেও